Announcements বাংলার মহান...

ঊনবিংশ শতকের শেষে বাংলা সাহিত্যের আকাশে পঞ্চকবি হিসেবে প্রখ্যাত এমন পাঁচ মহান ব্যক্তিত্বের হাত ধরে আধুনিক বাংলা সাহিত্যের যুগ শুরু হয়েছিল। বাংলাসাহিত্য ও সংস্কৃতির পরিমার্জনে এই পঞ্চকবি খুবই শক্তিশালী ভূমিকা পালন করেছিলেন। এঁরা হলেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ডি.এল রায়, অতুল প্রসাদ এবং রজনীকান্ত সেন। বাংলা সাহিত্য ও শিল্পকলায় তাঁদের অবদান অতুলনীয় এবং আজকের দিনেও বিশ্ব জুড়ে সকল বাঙালির কাছে তাঁরা সমাদৃত ওস্মরণীয়।রবীন্দ্রনাথ ঠাকুর বর্তমান বাংলাদেশের কুষ্টিয়ায় তাঁর জীবনের প্রায় কুড়ি বছর কাটিয়েছেন এবং তাঁর সেরা রচনাগুলির বেশকিছু তিনি বাংলাদেশের পদ্মানদীরতীরে মনোরম পরিবেশে বসে রচনা করেছেন। সত্যি বলতে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের অধিকাংশ রচনাই কবি বাংলাদেশে অবস্থানকালে রচনা করেছিলেন যে গ্রন্থটি গুরুদেবরবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কার বিজয়ী করেছিল। ১৯১৩ সালে ঠাকুরকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদানের বিষয়টি বাংলা সাহিত্যের ক্ষেত্রে বৈশ্বিক স্বীকৃতির অনন্যউদাহরণ হিসেবে গণ্য করা হয়। 

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ভারতের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং জীবনের বেশীর ভাগ সময়ই কাটিয়েছেন ভারতে । ১৯৬০ সালে তিনি ভারতের একটি সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্ম-ভূষণ খেতাবে ভূষিত হন। রবিঠাকুর এবং কাজী নজরুল ইসলাম উভয়ই ভারত ও বাংলাদেশের অতি সুপরিচিত সমৃদ্ধ সাহিত্য ঐতিহ্যগুলো ভাগাভাগি করে নেয়ার উজ্জ্বল দৃষ্টান্ত । একই ভাবে ভারত ও বাংলাদেশ উভয় সাহিত্য অঙ্গনে প্রসিদ্ধ ব্যক্তিত্তদের মধ্যে রয়েছেন মাইকেল মধুসূদন দত্তবঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মীর মোশাররফ হোসেন এবং কাজী আব্দুল ওয়াদুদ - এরা সকলেই অবিভক্ত বাংলার বাংলা সাহিত্যের অগ্রদূত। 

সাম্প্রতিক সময় 
ভারতের রাজশেখর বোস (পরশুরাম), তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় , ড. বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল), বুদ্ধদেব বসু, সৈয়দ মুজতবা আলী, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় , মানিক বন্দ্যোপাধ্যায় , সুভাস মুখোপাধ্যায় , আশাপূর্ণা দেবী , শঙ্খ ঘোষ , মহাশ্বেতা দেবী , সমরেশ বসু, সুনীল গঙ্গোপাধ্যায় , শক্তি চট্টোপাধ্যায় , সমরেশ মজুমদার , শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সৈয়দ মুস্তফা সিরাজ, আবুল বাশার এবং বাংলাদেশের শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, প্রফেসর আনিসুজ্জামান, আবু বকর সিদ্দিক, হাসান আজিজুল হক, মহাদেব সাহা, রাফিক আজাদ, নির্মলেন্দু গুণ, হুমায়ূন আহমেদ, সেলিনা হোসেন, ইমদাদুল হক মিলন, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, জিল্লুর রহমান সিদ্দিকি –এরা সকলেই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভারত ও বাংলাদেশের সাম্প্রতিক সাহিত্য অঙ্গনে অবদান রেখে যাচ্ছেন ।

 

****