Photo Gallery ফটো গ্যালারি

হাই কমিশনারের বরিশাল সফর

০৮ সেপ্টেম্বর ২০১৮ ভারত সরকার বরিশাল শের-এ-বাংলা মেডিকেল কলেজে মুক্তিযোদ্ধা উত্তরাধিকারীদের বৃত্তি প্রদান করে। অনুষ্ঠানে হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা ও প্রধান অতিথি, বরিশালের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবত সাদিক আবদুল্লাহর উপস্থিতিতে ১২০ জনের মাঝে বৃত্তির চেক বিতরণ করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন সংসদ সদস্য শ্রী পঙ্কজ দেবনাথ এবংঅ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মুক্তিযোদ্ধা, গণমাধ্যম প্রতিনিধি ও শিক্ষাবিদগণ। বাংলাদেশের স্বাধীনতায় মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের স্মরণে প্রতিবছর ভারত সরকারমুক্তিযোদ্ধা উত্তরাধিকারীদের বৃত্তি প্রদান করে। পরবর্তী সপ্তাহগুলিতে দেশের বিভিন্ন জেলাগুলিতে অনুরূপ অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে। হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলাকে বরিশালভ্রমণের সময় চারুকলা স্কুলের শিক্ষার্থীরা চিত্রাঙ্কন, টেরাকোটা এবং পটচিত্রের চমৎকার শিল্পকর্ম প্রদর্শন করে (০৮ সেপ্টেম্বর ২০১৮)। ভারত-বাংলাদেশ ফাউন্ডেশন পূর্বে (২০১৫) চারুকলাস্কুল এর সৃজনশীল কাজকে সমর্থন করেছে।

০৯ সেপ্টেম্বর ২০১৮ হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা বরিশালে তাঁর ভ্রমণের ধারাবাহিকতায় ব্রজমোহন বিদ্যালয়ে দক্ষিণাঞ্চলীয় শিল্পী পরিষদ আয়োজিত একটি হস্তশিল্প মেলা উদ্বোধন করেন। হাই কমিশনার বিদ্যালয়ের গ্রন্থাগারের জন্য বইও হস্তান্তর করেন। তাঁর সাথে ছিলেন বরিশালের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

৯ সেপ্টেম্বর ২০১৮হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা বরিশালের বাকেরগঞ্জে সতীন্দ্রনাথ মেমোরিয়াল গান্ধী আশ্রম পরিদর্শন করেন। তিনি আশ্রম ট্রাস্ট ও অন্যান্য অংশীদারদের সহযোগিতায়মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন পরিকল্পনা বিষয়ে বিপুল সংখ্যক দর্শক-শ্রোতার উদ্দেশে বক্তব্য রাখেন।

৯ সেপ্টেম্বর ২০১৮ হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা কুড়িয়ানাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ডিগ্রী কলেজ পরিদর্শন করেন। তিনি কলেজ গ্রন্থাগারের জন্য বই হস্তান্তর করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা তাঁর বরিশাল সফরের শেষ পর্যায়ে সাংসদ শ্রী পঙ্কজ দেবনাথের আমন্ত্রণে বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জ উপজেলা পরিদর্শন করেন। তিনি সেখানেমুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।