Photo Gallery ফটো গ্যালারি

ঢাকায় ভারতের ৭০তম গণতন্ত্র দিবস উদযাপন

ভারতের ৭০তম গণতন্ত্র দিবস উপলক্ষে ২৬ জানুয়ারি ২০১৯ তারিখে ঢাকায় ভারতীয় হাই কমিশনে পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত হাই কমিশনার ড. আদর্শ সোয়াইকাপতাকা উত্তোলন করেন এবং রাষ্ট্রপতির বাণী পাঠ করেন। এই অনুষ্ঠান উপলক্ষে ভারত থেকে আগত ১৯ সদস্যের ভারতীয় বিমানবাহিনী ব্যান্ড জাতীয় সংগীত এবং কিছুদেশাত্ববোধক গান পরিবেশন করে। ঢাকায় ভারতীয় সম্প্রদায়ের শিশুদের পরিবেশনায় ভারতীয় সংস্কৃতির বিভিন্ন দিক উপস্থাপিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে।

২৬ জানুয়ারি ২০১৯ ভারতের ৭০তম গণতন্ত্র দিবস উপলক্ষে ভারপ্রাপ্ত ভারতীয় হাই কমিশনার ড. আদর্শ সোয়াইকা একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেন। মাননীয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জনাব আ.ক.ম মোজাম্মেল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাজের সকল স্তরের অসংখ্য মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অন্যান্যের মধ্যেউপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক নেতা, বাংলাদেশ সরকারের সচিব, রাষ্ট্রদূত এবং কূটনীতিক, প্রতিরক্ষা, পুলিশ, প্রশাসন, আধা সামরিকবাহিনীর ঊর্ধতন কর্মকর্তা, শিক্ষাবিদ, সম্পাদক ও গণমাধ্যমকর্মী, কর্পোরেট নেতা, শিল্পী ও ভারতীয় সম্প্রদায়ের সদস্যগণ।