Photo Gallery ফটো গ্যালারি

হাই কমিশনারের বরিশাল ও টুঙ্গিপাড়া সফর

হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা বরিশাল ও টুঙ্গিপাড়া সফর করেছেন। তিনি বিখ্যাত তারাবাড়ি শক্তিপীঠ পরিদর্শন ও স্থানীয় জনগণের সাথে মতবিনিময়ের মাধ্যমে তাঁর সফর শুরু করেন। এরপর তিনি চাখারে শের-এ-বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব এ কে ফাইয়াজুল হক রাজু আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন। হাই কমিশনার গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। টুঙ্গিপাড়ার মাননীয় মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা হাই কমিশনারকে অভ্যর্থনা জানান। হাই কমিশনার বরিশাল থেকে নড়াইল যাওয়ার পথে টুঙ্গিপাড়া পৌঁছান। পরে হাই কমিশনার ও মেয়র যৌথভাবে টুঙ্গিপাড়ায় বাস্তবায়িত বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাতি প্রকল্পটি (সড়ক ও গৃহের জন্য) পরিদর্শন করেন। প্রকল্পটি ভারতের এনার্জি এফিশিয়েন্সি সার্ভিসেস লিমিটেড (ইইএসএল) এর প্রযুক্তিগত ও আর্থিক সহায়তায় বাস্তবায়িত হয়েছে। ইইএসএল’র একজন প্রকৌশলী এলইডি সড়কবাতি প্রকল্পের প্রযুক্তিগত বৈশিষ্ট্য এবং মোবাইল অ্যাপ্লিকেশনভিত্তিক নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ ব্যবস্থা ব্যাখ্যা করেন। মেয়র অত্যাধুনিক এবং উন্নত আলোকব্যবস্থার প্রশংসা করেন এবং প্রকল্পটি গোপালগঞ্জ জেলা সদরদপ্তরেও প্রসারিত করার অনুরোধ করেন।