Photo Gallery ফটো গ্যালারি

External Affairs Minister’s visit for IOC 2023

বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর ১২ মে ২০২৩-এ ঢাকায় অনুষ্ঠিত ৬ষ্ঠ ভারত মহাসাগরীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে মূল বক্তব্য প্রদান করেন।

তাঁর বক্তব্যে, তিনি জোর দিয়ে বলেন, শান্তি, সমৃদ্ধি ও একটি স্থিতিশীল ভবিষ্যতের লক্ষ্যে অংশীদারত্বের প্রত্যয় সম্মেলনটির কেন্দ্রবিন্দু হওয়া বর্তমান সময়ের জন্য উপযুক্ত। তিনি গুরুত্ব সহকারে উল্লেখ করেন, সম্প্রতি #Bangladesh কর্তৃক প্রকাশিত ইন্দো-প্যাসিফিক আউটলুক সেই প্রত্যয়ের সুদূরপ্রসারী স্বীকৃতির ওপর জোর দেয়।

#IndiaBangladesh অংশীদারত্বের একটি তাৎপর্যপূর্ণ উপাদান হিসেবে সংযোগের গুরুত্ব পুনর্ব্যক্ত করার সময় তিনি জোর দিয়ে বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের বৈশিষ্ট্যপূর্ণ এলাকাগুলোর মধ্যে প্রবাহ পুনরুদ্ধার করে সেটার উন্নয়ন ঘটানো ভারতের কাছে সর্বাধিক অগ্রাধিকার লাভ করে।

বিদেশমন্ত্রী ঢাকায় অবস্থানকালে বাংলাদেশের সহৃদয় আতিথেয়তার প্রশংসা করেন।