ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (আইসিসিআর) দিবস সর্বশেষ সংবাদ

ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (আইসিসিআর) দিবস

ভারতীয় হাই কমিশন

ঢাকা 

সংবাদ বিজ্ঞপ্তি 

  ভারতীয় হাই কমিশন, ঢাকা আগামী ৯ এপ্রিল ২০১৯ সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় জাদুঘরের (শাহবাগ, ঢাকা) মূল মিলনায়তনে ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (আইসিসিআর) দিবস উদযাপন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে।

     গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আনিসুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।‍ বাংলাদেশে নিযুক্ত ভারতের মাননীয় হাই কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলী দাসও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

     ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (আইসিসিআর)ভারতের অন্যতম স্বায়ত্তশাসিত সংস্থা যা বিভিন্ন দেশের সাথে সাংস্কৃতিক বিনিময়ের সাথে যুক্ত। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম শীর্ষ নেতা এবং স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ কর্তৃক ১৯৫০ সালের ৯ এপ্রিল আইসিসিআর প্রতিষ্ঠিত হয়। 

     স্বাধীনতার অব্যবহিত পরেই, ১৯৭২ সাল থেকে ভারত সরকার বাংলাদেশে আইসিসিআর বৃত্তি চালু করে। এ পর্যন্ত তিন হাজারের বেশি বাংলাদেশী শিক্ষার্থী আইসিসিআর শিক্ষাবৃত্তি লাভ করেছে। আইসিসিআরের আওতায় বিভিন্ন বৃত্তি প্রকল্পের অধীনে প্রকৌশল, ব্যবস্থাপনা, সংস্কৃতি, সংগীত, নাট্যকলা ইত্যাদি বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরাল পর্যায়ে ২৭০টির বেশি বৃত্তি দেয়া হয়। আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত অনেক বাংলাদেশী শিক্ষার্থী তাদের নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। 

     প্রাক্তন আইসিসিআর শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানে থাকবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। 

ঢাকা

০৪ এপ্রিল ২০১৯ 

****