Know Your Visa Type আপনার ভিসার ধরন

ক্রমিক নং

ভিসার ধরন

ভ্রমণের উদ্দেশ্য

১.

ট্যুরিস্ট

ভারত ভ্রমণেচ্ছু বাংলাদেশী নাগরিকরা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব অথবা সন্তানদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে;

বেড়ানো, তীর্থযাত্রা বা অন্য যে-কোন উদ্দেশ্যে

২.

                       

ট্রানজিট

বাংলাদেশী নাগরিকরা ভারতের ওপর দিয়ে সড়ক, নৌ বা বিমানপথে যাতায়াতে ইচ্ছুক।

বিমানবন্দর/সমুদ্রবন্দর দিয়ে সরাসরি যাতায়াতের জন্য কোন ভিসার প্রয়োজন নেই

৩.

ডাবল এন্ট্রি

ট্রানজিট ভিসা

বাংলাদেশী নাগরিকরা ভারতের ওপর দিয়ে বিমান/ রেল/সড়ক/সমুদ্রপথে তৃতীয় কোন দেশে ভ্রমণেচ্ছু

*তাৎক্ষণিক বিমান/রেল/সড়ক/সমুদ্রপথের নিশ্চিত টিকেট প্রদর্শন করতে হবে

৪.

বিজনেস

যথাযথ কর্তৃপক্ষের রেজিস্ট্রিকৃত বা স্পন্সরকৃত বাংলাদেশের প্রকৃত ব্যবসায়ী/বিনিয়োগকারী;

বিজনেস ভিসাধারীর স্ত্রী/স্বামী,  শিশু সন্তান ও পিতা-মাতা এন্ট্রি (x) ভিসার আবেদন করার যোগ্য

৫.

স্টুডেন্ট

বাংলাদেশী ছাত্র যারা সরকারি, সরকার-অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলে ভর্তি হয়েছেন

৬.

এমপ্লয়মেন্ট

ভারত সরকারের নিয়োগকৃত বাংলাদেশী পেশাজীবী;

উভয় দেশের খ্যাতনামা সংস্থায় নিয়মিত এসাইনমেন্টপ্রাপ্ত ভারত ভ্রমণেচ্ছু বাংলাদেশী পেশাজীবী;

এ ধরনের ভিসা আবেদনকারীর স্ত্রী/স্বামী, শিশু সন্তান ও পিতা-মাতা এন্ট্রি ভিসার আবেদন করার যোগ্য

৭.

মেডিক্যাল

স্বীকৃত ডাক্তার/ক্লিনিক/হাসপাতালের অগ্রিম অ্যাপয়েন্টমেন্টসহ বিশেষায়িত চিকিৎসার জন্য ভারত ভ্রমণেচ্ছু বাংলাদেশী নাগরিক;

৮.

Double Entry Visa

Bangladesh nationals applying for visa of third countries, whose representative missions are concurrently accredited to Bangladesh from India, may apply for double entry visa [X-Double Entry]

৯.

জার্নালিস্ট

খ্যাতিমান মুদ্রণ ও বৈদ্যুতিক মাধ্যমে কর্মরত সাংবাদিক/অন্যান্য প্রতিনিধিরা;

ভ্রমণেচ্ছু সাংবাদিক/প্রতিনিধিরা জার্নালিস্ট ভিসা পাবার যোগ্য

১০.

রিসার্চ

ভারতে চাকরি/ফেলোশিপ প্রাপ্ত অথবা আর্কাইভ ও লাইব্রেরিতে বিশেষ গবেষণার জন্য বাংলাদেশী শিক্ষা/প্রতিষ্ঠানে কর্মরত রিসার্চ স্কলার/ফেলোবৃন্দ

১১.

এন্ট্রি

বাংলাদেশী নাগরিক ভারতীয় নাগরিক বা তাদের সন্তানদের বিয়ে করেছেন;

ভারতের বিখ্যাত প্রতিষ্ঠানে অলাভজনক/অবাণিজ্যিক পারফরম্যান্সের জন্য ভারত ভ্রমণেচ্ছু শিল্পী/সাংস্কৃতিক ব্যক্তিত্ব/শিক্ষাবিদ/পেশাজীবী;

বিজনেস, স্টুডেন্ট ও এমপ্লয়মেন্ট ভিসাধারীদের স্ত্রী/স্বামী, সন্তান ও পিতা-মাতা

১২.

কনফারেন্স

ভারতে অনুষ্ঠেয় সম্মেলন, সেমিনার বা কর্মশালায় যোগদানের জন্য ভ্রমণেচ্ছু বাংলাদেশী নাগরিক

 

 ভিসা আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট বিস্তারিত কাগজপত্র জমা দিতে ভিজিট করুন: www.ivacbd.com