Unveiling of Portrait of Shri Atal Bihari Vajpayee ji at ICCR headquarters সংবাদ বিজ্ঞপ্তি

আইসিসিআর সদরদপ্তরে শ্রী অটল বিহারী বাজপেয়ীজির প্রতিকৃতি উন্মোচন

ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ

আজাদ ভবন, নয়াদিল্লী

সংবাদ বিজ্ঞপ্তি

আইসিসিআর সদরদপ্তরে শ্রী অটল বিহারী বাজপেয়ী জির প্রতিকৃতি উন্মোচন

১৬ আগস্ট ২০২০ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত শ্রী অটল বিহারী বাজপেয়ীজির স্মরণে আইসিসিআর প্রাঙ্গনে শ্রী বাজপেয়ী জির প্রতিকৃতি উন্মোচনের মাধ্যমে একটি অনুষ্ঠানের আয়োজন করছে আইসিসিআর । শ্রী অটল বিহারী বাজপেয়ী জির ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং জাতি গঠনে তাঁর অবদানকে স্মরণ করে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

১৬ আগস্ট ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দ দ্বারা ভার্চুয়ালি শ্রী অটল বিহারী বাজপেয়ীজির প্রতিকৃতি উন্মোচনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হবে। এসময় আরও উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী ভি. মুরলিধরন এবং আইসিসিআর সভাপতি ও সংসদ সদস্য ড. বিনয় সহস্রবুদ্ধে। তৈলচিত্রের মাধ্যমে এই প্রতিকৃতিটি এঁকেছেন মুম্বাইয়ের বিশিষ্ট ও সুপরিচিত চিত্রশিল্পী শ্রী বাসুদেও কামাথ, যিনি স্বর্ণপদক ছাড়াও জাতীয় ও আন্তর্জাতিকভাবে বেশ কয়েকটি পুরষ্কার পেয়েছেন।

১৯৭৭ সালের মার্চ থেকে ১৯৭৯ সালের আগস্ট পর্যন্ত জরুরী জনতা সরকার পরবর্তী সময়ে পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন শ্রী অটল বিহারী বাজপেয়ী আইসিসিআরের এক্স-অফিসিও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ১৯৭৭ সালে বাজপেয়ীজি জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রথমবারের মত হিন্দিতে ভাষণ দেন। আইসিসিআরের সম্প্রসারণ ও বিশ্বব্যাপী ভারতীয় সংস্কৃতিকে প্রচার করার স্বপ্ন ও নির্দেশিকা তাঁরই ছিল। সংসদ সদস্য, পররাষ্ট্রমন্ত্রী এবং সবশেষে প্রধানমন্ত্রী হিসেবে শ্রী অটল বিহারী বাজপেয়ী আইসিসিআরের কার্যক্রমের উপর সুনির্দিষ্ট ও স্থায়ী ধারণা রেখে গেছেন।

১৯৫০ সালের ৯ এপ্রিল ভারতের বাহ্যিক সাংস্কৃতিক সম্পর্ক সম্পর্কিত নীতিমালা এবং কর্মসূচিসমূহ প্রণয়ন ও প্রয়োগে সক্রিয়ভাবে অংশ নিতে আইসিসিআর প্রতিষ্ঠিত হয়েছিল। এর লক্ষ্য ছিল ভারত ও অন্যান্য দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক এবং পারস্পরিক বোঝাপড়া উন্নত করা এবং অন্যান্য বিদেশী দেশ ও জনগণের সাথে সাংস্কৃতিক বিনিময় প্রচার করা। বিশ্বব্যাপী কার্যক্রম বাস্তবায়নের জন্য ভারতের বিভিন্ন রাজ্যে আইসিসিআরের ১৯ টি আঞ্চলিক অফিস এবং বিদেশে ৩৮ টি সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে। সময়ের সাথে সাথে আইসিসিআর আকারে ও কার্যকলাপে বৃদ্ধি পেয়েছে এবং বিদেশে ভারতের সাংস্কৃতিক শক্তি প্রদর্শনের ম্যান্ডেটসহ বর্তমানে বিদেশ মন্ত্রকের সাংস্কৃতিক কূটনীতিক শাখা হিসেবে কাজ করছে।

****