Scholarships for Music and Dance under Guru-Shishya Parampara সংবাদ বিজ্ঞপ্তি

গুরু-শিষ্য পরম্পরার অধীনে সংগীত ও নৃত্যকলায় বৃত্তি

ভারতীয় হাই কমিশন

ঢাকা

সংবাদ বিজ্ঞপ্তি

গুরু-শিষ্য পরম্পরার অধীনে সংগীত  নৃত্যকলায় বৃত্তি

ভারতীয় হাই কমিশন, ঢাকা জানাচ্ছে যে, ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (আইসিসিআর) গুরু-শিষ্য পরম্পরার অধীনে সংগীত ও নৃত্যকলায় একটি বৃত্তি প্রকল্প চালু করেছে। খ্যাতনামা গুরুদের অধীনে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য এবং সংগীত অধ্যয়ন করার জন্য এই প্রকল্পের অধীনে বছরে ১০০টি বৃত্তি দেয়া হবে।

গুরু-শিষ্য পরম্পরার অধীনে ভর্তির জন্য আবেদনকারীদের বয়সের কোন বিধিনিষেধ নেই বা নির্দিষ্ট যোগ্যতাধারী হতে হবে না। শিক্ষানবিশ থেকে শুরু করে শিল্পী পর্যন্ত সকলবিভাগের প্রার্থীগণ এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীরা শিক্ষাবর্ষের যে কোন সময়ে আবেদন করতে পারবেন। অন্যান্য আইসিসিআর বৃত্তির মতই অনলাইনে আবেদন করার জন্যhttp://a2ascholarships.iccr.gov.in/home এই পোর্টালে শিক্ষার্থীদের নিজেদের ব্যক্তিগত লগইন আইডি ও পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে।

গুরু-শিষ্য পরম্পরার অধীন তালিকাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকাও পোর্টালটিতে পাওয়া যাবে।

বিস্তারিত তথ্যের জন্য অনুগ্রহপূর্বক শিক্ষা শাখা, ভারতীয় হাই কমিশন, প্লট নং: ১-৩, পার্ক রোড, বারিধারা, ঢাকা; ফোন- ৫৫০৬৭৩০১-৩০৮ এক্সটেনশন-১০৯৬/১১১২; ই-মেইল: edu1.dhaka@mea.gov.in  এই ঠিকানায় যোগাযোগ করুন।

ঢাকা

১৬ এপ্রিল ২০১৯

****