Start of operations of six new Indian Visa Application Centers at Thakurgaon and Bogura from 6th January 2019 and Cumilla, Noakhali, Brahmanbaria and Satkhira from 12th January 2019 সংবাদ বিজ্ঞপ্তি

৬ জানুয়ারি থেকে ঠাকুরগাঁও ও বগুড়াতে এবং ১২ জানুয়ারি থেকে কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও সাতক্ষীরায় ছয়টি নতুন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু

ভারতীয় হাই কমিশন

ঢাকা

সংবাদ বিজ্ঞপ্তি

৬ জানুয়ারি থেকে ঠাকুরগাঁও ও বগুড়াতে এবং ১২ জানুয়ারি থেকে কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও সাতক্ষীরায় ছয়টি নতুন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু

ভারতীয় হাই কমিশন আনন্দের সাথে জানাচ্ছে যে, ৬ জানুয়ারি ২০১৯ থেকে ঠাকুরগাঁও ও বগুড়াতে এবং ১২ জানুয়ারি ২০১৯ থেকে কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও সাতক্ষীরায় ছয়টি নতুন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু হতে যাচ্ছে। প্রান্তিক ও দূরবর্তী এলাকাসমূহে বসবাসকারী বাংলাদেশী নাগরিকদের ভারতীয় ভিসা চাহিদা পূরণ ও ভিসাপ্রাপ্তি সহজতর করার লক্ষ্যে ভিসা আবেদন কেন্দ্র চালু করা হচ্ছে।

২. বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অংশে নয়টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু রয়েছে। এই ছয়টি নতুন ভিসা আবেদন কেন্দ্রসহ এই সংখ্যা মোট ১৫।

৩. বাংলাদেশে জুড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু এবং প্রদত্ত সুযোগ-সুবিধাসমূহ, ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া সুদৃঢ় করতে এবং ভারত ও বাংলাদেশের মানুষে মানুষে সম্পর্ক শক্তিশালী করার জন্য ভারতীয় স্টেট ব্যাঙ্কের সহযোগিতায় ভারতীয়হাই কমিশনের অব্যাহত প্রচেষ্টারই প্রতিফলন।

ঢাকা

৩১ ডিসেম্বর ২০১৮

****