150th Birth Anniversary Celebration of Mahatma Gandhi সংবাদ বিজ্ঞপ্তি

মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উদযাপন

ভারতীয় হাই কমিশন

ঢাকা

সংবাদ বিজ্ঞপ্তি

মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উদযাপন

 

১. ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন বছরব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ০২ অক্টোবর ২০১৯ গান্ধীজির জন্মদিন পালন করেছে।

২. বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. দীপু মনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

৩. অনুষ্ঠানে ঢাকার দিল্লী পাবলিক স্কুল, এস.এফ.এক্স. গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা ও বাংলাদেশ স্কাউট সদস্যরা অংশ নেয়। তারা মহাত্মা গান্ধীর বিভিন্ন আদর্শ এবং কীভাবে এই আদর্শগুলি তাদের অনুপ্রাণিত করেছে সে বিষয়ে বক্তব্য দেয়।

৪. ভারত সরকারের মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে, বিশ্বের ১২৪টিরও বেশি দেশের শিল্পীরা তাঁর প্রিয় ভজন ‘বৈষ্ণব জন তো তেনে কহিয়ে’ গেয়ে গান্ধীজিকে শ্রদ্ধা নিবেদন করেনগান্ধীজির প্রিয় ভজন পরিবেশনার স্বীকৃতিস্বরূপ হাই কমিশনার বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ও প্রাক্তন আইসিসিআর শিক্ষার্থী রেজওয়ানা চৌধুরী বন্যাকে ‘বৈষ্ণব জন তো তেনে কহিয়ে’ বইটি উপহার দেন।

৫. অনুষ্ঠানে শর্মিলা ব্যানার্জী ও তাঁর দল সংগীত পরিবেশনার মাধ্যমে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

ঢাকা

০২ অক্টোবর ২০১৯

****