Master of Science course in Agri Business Management সংবাদ বিজ্ঞপ্তি

কৃষি ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর

ভারতীয় হাই কমিশন

ঢাকা

 সংবাদ বিজ্ঞপ্তি

 কৃষি ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর

        ভারতীয় হাই কমিশন, ঢাকা জানাচ্ছে যে, ভারতের জাতীয় কৃষি সম্প্রসারণ ব্যবস্থাপনা ইনস্টিটিউট (ম্যানেজ) কৃষি ব্যবসা ব্যবস্থাপনা-পিজিডিএম (এবিএম) বিষয়ে, ২০১৯-২০ শিক্ষাবর্ষে দুই বছরের স্নাতকোত্তর ডিপ্লোমা পরিচালনা করছে। ম্যানেজ ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা।

যোগ্যতা:-

            শিক্ষার্থীকে সকল বিষয়ে ন্যূনতম ৫০% নম্বরসহ স্নাতক ডিগ্রী ও অন্যূন দুই বছরের বৈধ GMAT স্কোরধারী হতে হবে। ভারতীয় বিশ্ববিদ্যালয় সমিতির (এআইইউ) তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়/বোর্ডের প্রোগ্রামে ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা মানদণ্ডে শিক্ষার্থীকে  উত্তীর্ণ হতে হবে।  যদি বিশ্ববিদ্যালয়/বোর্ড উল্লিখিত তালিকাভুক্ত না হয়, তবে প্রার্থীকে এআইইউ থেকে সমমানের সনদ নিয়ে জমা দিতে হবে। যদি প্রার্থী এআইইউ/এআইসিটিই দ্বারা স্বীকৃত নয় এমন একটি অ-ভারতীয় স্নাতক ডিগ্রী থাকে, তাহলে তাকে সংশ্লিষ্ট দেশের জাতীয় সংস্থা থেকে যথাযথ সনদ প্রদর্শন করতে হবে।

 ফি:-

 স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য নির্বাচিত সকল বিদেশী শিক্ষার্থীকে প্রতি বছর টিউশন ফি ৬০০০ মার্কিন ডলার ও এর সঙ্গে মেস-ফি সহ অতিরিক্ত চার্জসমূহ পরিশোধ করতে হবে।

 আগ্রহী শিক্ষার্থীগণ অনুগ্রহপূর্বক নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করুন:

 ড. কে. আনন্দ রেড্ডি,

পরিচালক ও প্রধান সমন্বয়কারী পিজিডিএম (এবিএম)

জাতীয় কৃষি সম্প্রসারণ ব্যবস্থাপনা ইনস্টিটিউট (ম্যানেজ)

রাজেন্দ্রনগর, হায়দ্রাবাদ-৫০০ ০৩০, তেলেঙ্গানা, ভারত

ফোন- +৯১-৪০-২৪৫৯৪৫৩৪, ফ্যাক্স- +৯১-৪০-২৪০১৫৩৮৮

anandreddy@manage.gov.in, www.manage.gov.in, www.manageites.org

০৯ মে ২০১৯

****