Declaration of result for online Yoga competition. সংবাদ বিজ্ঞপ্তি

"আমার জীবন আমার যোগ" শীর্ষক ভিডিও ব্লগিং প্রতিযোগিতার অনলাইন পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ভারতীয় দূতাবাস

ঢাকা

সংবাদ বিজ্ঞপ্তি

বিষয়: আমার জীবন আমার যোগ শীর্ষক ভিডিও ব্লগিং প্রতিযোগিতার অনলাইন পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

ষষ্ঠ আন্তর্জাতিক যোগ (ইয়োগা) দিবস (আইডিওয়াই) উদযাপিত হয় ২১ জুন ২০২০। এই উপলক্ষে, ভারত সরকারের আয়ুশ মন্ত্রণালয়, সাংস্কৃতিক সম্পর্ক বিষয়ক ভারতীয় কেন্দ্র – (আইসিসিআর), এবং ঢাকাস্থ ভারতীয় দূতাবাস যৌথভাবে আয়োজন করে আমার জীবন – আমার যোগ (জীবন যোগ নামেও পরিচিত) শীর্ষক ভিডিও ব্লগিং প্রতিযোগিতা।

. ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ ও পরিচালনা করা হয়। বাংলাদেশ থেকেও অভূতপূর্ব প্রতিক্রিয়া দেখা যায়।

. হাই কমিশনার শ্রীমতি রিভা গাঙ্গুলী দাসের উপস্থিতিতে ২৩/০৭/২০২০ তারিখে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানটি সম্পন্ন করা হয় এবং ১৮ জন পুরষ্কার বিজয়ীর প্রশংসাপত্র সেখানে প্রদর্শিত হয়; পরবর্তীতে বিজয়ীদের কাছে এই প্রশংসাপত্রগুলি পৌঁছে দেয়া হবে। হাই কমিশনার বলেন, “কোভিড ১৯-এর এই মহামারীকালীন সময়ে, আয়ুর্বেদ এবং যোগ আমাদের মনকে শিথিল করতে এবং আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে ব্যাপক সহায়তা করে। যোগব্যায়াম এবং আয়ুর্বেদ চাপ ও উদ্বেগ হ্রাস করতেও সহায়তা করে। নিয়মিত যোগব্যায়াম অনুশীলন, ধ্যান, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম এবং আয়ুর্বেদের ভেষজ চিকিৎসা মনকে শান্ত করে এবং দেহকে বিষমুক্ত করতে ও পুনর্জীবিত করতে সহায়তা করে।"

হাই কমিশনার বিজয়ীদের অভিনন্দন জানান এবং অনুষ্ঠানে নগদ পুরষ্কারও ঘোষণা করা হয়।

৬টি পৃথক বিভাগের জন্য নগদ পুরষ্কার নিম্নরূপ:

পেশাদার বিভাগ (মহিলা এবং পুরুষ পৃথকভাবে):

১ম পুরষ্কার: ২৫০০০/- (বাংলাদেশি) টাকা

২য় পুরষ্কার: ২০০০০/- টাকা

৩য় পুরষ্কার: ১৫০০০/- টাকা

প্রাপ্তবয়স্ক বিভাগ - ১৮ বছরের বেশি বয়সী (মহিলা এবং পুরুষ পৃথকভাবে)

১ম পুরষ্কার: ২০০০০/- (বাংলাদেশি) টাকা

২য় পুরষ্কার: ১০০০০/- টাকা

৩য় পুরষ্কার: ৫০০০/- টাকা

যুব বিভাগ - ১৮ বছরের কম বয়সী (মহিলা এবং পুরুষ পৃথকভাবে)

১ম পুরষ্কার: ১০০০০/- (বাংলাদেশি) টাকা

২য় পুরষ্কার: ৮০০০/- টাকা

৩য় পুরষ্কার: ৪০০০/- টাকা

নিম্নলিখিত অংশগ্রহণকারীরা বাংলাদেশ থেকে ভিডিও ব্লগিং প্রতিযোগিতার পুরষ্কার বিজয়ী হয়েছেন:



ক্রমিক নং

বিভাগ

নারী

পুরুষ

০১

যুব (১৮ বছরের কম বয়সী)

 

১ম পুরষ্কার আফিফা হোসেন অর্পা

২য় পুরষ্কার অপরাজিতা শাহ

তৃতীয় পুরষ্কার জারিন শুভ রূপন্তি

যুব (১৮ বছরের কম বয়সী)

 

১ম পুরষ্কার মানসিফ হেলালি

২য় পুরষ্কার প্রসেঞ্জিৎ দে অর্ঘ্য

৩য় পুরষ্কার অর্জিত শাহ

০২

প্রাপ্তবয়স্ক বিভাগ (১৮ বছরের বেশি বয়সী)

১ম পুরষ্কার শাহনাজ বেগম

২য় পুরষ্কার ঝুমা বিশ্বাস

তৃতীয় পুরষ্কার ফেরদৌস আরা জিন্নাত

 

প্রাপ্তবয়স্ক বিভাগ (১৮ বছরের বেশি বয়সী)

১ম পুরষ্কার স্বরূপ মজুমদার

২য় পুরষ্কার মোঃ রোকনুজ্জামান

তৃতীয় পুরষ্কার কেশব মিত্র

 

০৩

যোগ ব্যায়াম পেশাদার বিভাগ

১ম পুরষ্কার রাবেয়া খাতুন অর্থী

২য় পুরষ্কার চৌধুরী আবিদা সুলতানা

তৃতীয় পুরষ্কার মাখিং মার্মা

যোগ ব্যায়াম পেশাদার বিভাগ

১ম পুরষ্কার মাজহারুল আলম

২য় পুরষ্কার আশীষ অধিকারী

তৃতীয় পুরষ্কার সান্তনু বাপ্পা বিশ্বাস

. বিজয়ীরা "আমার জীবন আমার যোগ" ভিডিও ব্লগিং প্রতিযোগিতার বিশ্বব্যাপী প্রতিযোগিতার জন্যও মনোনীত হন।

 

তারিখ: ২৪/০৭/২০২০

স্থান: ঢাকা

*********