"VAIBHAV Fellowships” for Indian diaspora in Science, Technology, Engineering, Mathematics and Medicine (STEMM) সংবাদ বিজ্ঞপ্তি

বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত ও চিকিৎসাবিদ্যায় ভারতীয় প্রবাসীদের জন্য ‘বৈভব ফেলোশিপ’ (এসটিইএমএম)

ভারতীয় হাই কমিশন ঢাকা

সংবাদ বিজ্ঞপ্তি

বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত ও চিকিৎসাবিদ্যায় ভারতীয় প্রবাসীদের জন্য ‘বৈভব ফেলোশিপ’ (এসটিইএমএম)

১. ভারত সরকার বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত ও চিকিৎসাবিদ্যায় (এসটিইএমএম) ভারতীয় প্রবাসীদের জন্য একটি নতুন ফেলোশিপ স্কিম ‘বৈভব ফেলোশিপ’ চালু করেছে।

২. বৈশ্বিক ভারতীয় বৈজ্ঞানিক (বৈভব) ফেলোশিপ স্কিমটির লক্ষ্য ভারতীয় প্রতিষ্ঠানসমূহ ও বিশ্বের সেরা প্রতিষ্ঠানসমূহের মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতার সুবিধার্থে প্রবাসী বিজ্ঞানীদের যুক্ত করা। প্রকল্পটি ভারতে গবেষণা পরিস্থিতির উন্নতির জন্য প্রবাসীদের যুক্ত করার জন্য পরিকল্পনা করা হয়েছে। এটি বিদেশে কর্মরত অনাবাসী ভারতীয় (এনআরআই)/ ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি (পিআইও)/ ভারতীয় প্রবাসী নাগরিকদের (ওসিআই) জন্য উপলব্ধ, যা তাদেরকে ভারতীয় প্রতিষ্ঠান/ বিশ্ববিদ্যালয়ের অ্যাডজাঙ্কট/ ভিজিটিং ফ্যাকাল্টি পদসমূহে যোগ দেওয়ার সুযোগ প্রদান করে।

৩. যোগ্যতা, আবেদন, অনুদান ইত্যাদিসহ বৈভব ফেলোশিপের বিশদ বিবরণ পাওয়া যাবে https://dst.gov.in/news/vaibhav-fellowships -এ।

ঢাকা
মার্চ ০৭, ২০২৩

***