Motor Rally to mark the 150th birth anniversary of Mahatma Gandhi (6 February-24 February 2019) সংবাদ বিজ্ঞপ্তি

মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে মোটর র‌্যালি (০৬ ফেব্রুয়ারি-২৪ ফেব্রুয়ারি ২০১৯)

img

ভারতীয় হাই কমিশন

ঢাকা

সংবাদ বিজ্ঞপ্তি

মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে মোটর র‌্যালি (০৬ ফেব্রুয়ারি-২৪ ফেব্রুয়ারি ২০১৯)

     মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে, কলিঙ্গ মোটর স্পোর্টস ক্লাব (কেএমএসসি)ভারত সরকারের বিদেশ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহণ ও রাজপথ মন্ত্রণালয়ের সহায়তায় একটি মোটর র‌্যালির আয়োজন করেছে। র‌্যালিটি ২২ দিনে তিনটি দেশে ৭ হাজার ২৫০ কিলোমিটার পথ অতিক্রম করবে এবং ১০টি গাড়ি এই র‌্যালিতে যুক্ত হবে। র‌্যালিটি ৪ ফেব্রুয়ারি ২০১৯ রাজঘাট থেকে শুরু হয়েছে এবং সবরমতি, পোরবন্দর, সেবাগ্রাম, জবলপুর, ডান্ডি, ইয়েরবদা, লখনৌ, চৌরি-চৌরা, চম্পারণ, শান্তিনিকেতন ও কলকাতা হয়ে ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ইয়াঙ্গুনে শেষ হবে। র‌্যালির উদ্দেশ্য অহিংসা ও শান্তির বাণী ছড়িয়ে দেয়া। এ ছাড়াও এটি নিরাপদে গাড়ি চালনার বার্তা প্রচার করবে।

     ১৭ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে র‌্যালিটি বাংলাদেশে পৌঁছেছে এবং ১৯ ফেব্রুয়ারি ২০১৯ আখাউড়া-আগরতলা সীমান্ত দিয়ে ভারতে পৌঁছুবে। ১৮ ফেব্রুয়ারি (বিকেল ৩টা – ৪টা) ভারতীয় হাই কমিশনে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের, এমপি এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী শ্রী স্বপন ভট্টাচার্য্য, এমপি। ১০টি গাড়িতে ৩৫ সদস্যের মোটর র‌্যালির নেতৃত্ব দিচ্ছেন ভারত সরকারের সড়ক পরিবহণ ও রাজপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্রী শম্ভু সিং। উদ্বোধনী অনুষ্ঠানে গান্ধীজি ও খাদির একটি চিত্রপ্রদর্শনীরও আয়োজন করা হবে। বাংলাদেশের গান্ধী আশ্রমসমূহ ও ভারতীয় সম্প্রদায়ের প্রতিনিধিগণ, বাপু@১৫০ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ, শিক্ষাবিদ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় থাকবে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের শিক্ষার্থীরা।

ঢাকা

১৭ ফেব্রুয়ারি ২০১৯

****