Study In India সংবাদ বিজ্ঞপ্তি

ভারতে উচ্চশিক্ষা

ভারতীয় হাই কমিশন

ঢাকা

সংবাদ বিজ্ঞপ্তি

ভারতে উচ্চশিক্ষা

ভারতীয় হাই কমিশন, ঢাকা আনন্দের সাথে জানাচ্ছে যে, ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় ভারতে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক মেধাবী বাংলাদেশী নাগরিকদের জন্য ‘ভারতে উচ্চশিক্ষা’ নামে একটি নতুন স্কিম চালু করেছে। এই স্কিমের আওতায় একটি অনলাইন ভর্তি পোর্টাল খোলা হয়েছে, যার মাধ্যমে আগ্রহী বাংলাদেশী নাগরিকগণ একটিমাত্র আবেদনের মাধ্যমে ভারতের প্রথম সারির দেড়শ’ শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন।

. দ্বাদশ শ্রেণি (উচ্চ মাধ্যমিক)/ এসএটি-এর প্রাপ্ত নম্বর ভর্তির মানদণ্ড হিসেবে বিবেচিত হবে। ভারত সরকার মেধার ভিত্তিতে ২৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ফি মওকুফের সুযোগ দিচ্ছে। বিস্তারিত জানতে অনুগ্রহপূর্বক এডসিআইএল-(EdCIL) নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করুন-

শ্রী সন্দীপ গোয়েল, প্রধান ব্যবস্থাপক

ইমেইল: ‍studyinindia@edcil.co.in

মোবাইল: +91-9968605365

ঢাকা

২৬ এপ্রিল ২০১৮

****