High Commissioner Harsh Vardhan Shringla visited Barishal on 8-9 September 2018 সংবাদ বিজ্ঞপ্তি

হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলার ৮-৯ সেপ্টেম্বর ২০১৮ বরিশাল সফর

logo

ভারতীয় হাই কমিশন

ঢাকা 

সংবাদ বিজ্ঞপ্তি 

হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলার ৮-৯ সেপ্টেম্বর ২০১৮ বরিশাল সফর 

৮ সেপ্টেম্বর, বরিশালে ১২০ জন মুক্তিযোদ্ধা উত্তরাধিকারীকে চেক বিতরণের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্তমানে দু’টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এবং এখন পর্যন্ত ১২ হাজার ৬২১ জন শিক্ষার্থী উপকৃত হয়েছে। আজ পর্যন্ত ২১ কোটি টাকা বিতরণ করা হয়েছে। সিলেটেও একটি অনুরূপ অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার মুক্তিযোদ্ধা উত্তরাধিকারীদের বৃত্তি প্রদান করে। ওইদিন হাই কমিশনারের আয়োজিত সান্ধ্যভোজে উপস্থিত ছিলেন বরিশালের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবত সাদিক আবদুল্লাহ, বর্তমান মেয়র আহসান হাবিব কামাল, শের-এ-বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে ফাইয়াজুল হক রাজু, বিভাগীয় কমিশনার, ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধাসহ অনেকেই। 

৯ সেপ্টেম্বর হাই কমিশনার বরিশালে ব্রজমোহন বিদ্যালয়ে নবনির্বাচিত মেয়র সেরনিয়াবত সাদিক আবদুল্লাহর উপস্থিতিতে একটি হস্তশিল্প মেলা উদ্বোধন করেন। হাই কমিশনার কুড়িয়ানাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ডিগ্রী কলেজ সফর করেন এবং বাকেরগঞ্জের সতীন্দ্রনাথ মেমোরিয়াল গান্ধী আশ্রম ট্রাস্টে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।    

সফর শেষে, হাই কমিশনার সংসদ সদস্য শ্রী পঙ্কজ দেবনাথের আমন্ত্রণে বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জ উপজেলা পরিদর্শন করেন, যেখানে তিনি মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। 

ঢাকা

১০ সেপ্টেম্বর ২০১৮ 

****