Home Ministers level talks between India and Bangladesh সংবাদ বিজ্ঞপ্তি

ভারত ও বাংলাদেশের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক

ভারতীয় হাই কমিশন

ঢাকা

সংবাদ বিজ্ঞপ্তি

ভারত ও বাংলাদেশের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক

ভারতের মাননীয় গৃহমন্ত্রী শ্রী রাজনাথ সিং, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খাঁন এর সাথে ৬ষ্ঠ স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবেলা, সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তাসংস্থাসমূহের মধ্যে বর্ধিত সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা, জাল মুদ্রা, মাদক ও মানব পাচার রোধ এবং কনস্যুলার সম্পর্কিত বিভিন্ন বিষয়সহ দ্বিপাক্ষিক নিরাপত্তা বিষয়ক সকল ইস্যু আলোচিত হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি বিষয়ে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রীগণ। উভয়পক্ষই ভারত ও বাংলাদেশের জনগণের পারস্পরিক উন্নতির জন্যবিশ্বাস, বন্ধুত্ব ও সমঝোতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

কর্মসংস্থান এবং শিক্ষার্থী ভিসার মেয়াদ বর্ধিত করাসহ উভয় দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া আরো উদার করার জন্য, পূর্ববর্তী ‘রিভাইসড ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট-২০১৩’ (আরটিএ-২০১৩)-এর সংশোধিত ‘আরটিএ-২০১৮’স্বাক্ষর প্রত্যক্ষ করেন মন্ত্রীগণ।

এর আগে, গৃহমন্ত্রী ঢাকার ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও তিনি ঢাকেশ্বরী মন্দিরে পূজা দেন।

ঢাকা

১৫ জুলাই ২০১৮

****