100 % Scholarship at Kalinga University সংবাদ বিজ্ঞপ্তি

কলিঙ্গ বিশ্ববিদ্যালয়ে ১০০% বৃত্তি

ভারতীয় হাই কমিশন

ঢাকা

সংবাদ বিজ্ঞপ্তি

কলিঙ্গ বিশ্ববিদ্যালয়ে ১০০% বৃত্তি

 ভারতীয় হাই কমিশন, ঢাকা, আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, ভারতের ছত্তিশগড়ের রায়পুরে অবস্থিত, ইউজিসি অনুমোদিত বেসরকারী কলিঙ্গ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দশজন শীর্ষ শিক্ষার্থীকে টিউশন ফি-এর উপর শতভাগ বৃত্তি প্রদান করবে। আফগানিস্তান, নেপাল, দক্ষিণ কোরিয়া, বাংলাদেশ, নাইজেরিয়া ও উগান্ডা থেকে প্রায় ৩০০ জন বিদেশী শিক্ষার্থী কলিঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে।

২. জাতীয় র‌্যাংকিংয়ে ৩০তম স্থানে থাকা কলিঙ্গ বিশ্ববিদ্যালয় ভারতের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান। ফার্মেসি, এম-ফিল ও পিএইচডি ব্যতীত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বৃত্তি দেয়া হবে।

৩. স্নাতক পর্যায়ের জন্য যোগ্যতা- উচ্চ মাধ্যমিকে ৯৫% (জিপিএ-৫)। ভারতীয় বিশ্ববিদ্যালয় এসোসিয়েশন থেকে সমমানের সনদ আবশ্যক।

৪. টিউশন ফি ব্যতীত বাৎসরিক খরচ হোস্টেল ফি সহ আনুমানিক ৭০,০০০ রুপি।

বিস্তারিত তথ্যের জন্য অনুগ্রহ করে যোগাযোগ করুন:

শ্রীমতি মীনাক্ষি সিং

ইন্টারন্যাশনাল মার্কেটিং

কলিঙ্গ বিশ্ববিদ্যালয়

প্রযতে- আইআইসিসিআই বাংলাদেশ লিমিটেড

বাড়ি নং #২এ, রোড নং- ৮,

বারিধারা কূটনৈতিক জোন

ঢাকা- ১২১২, বাংলাদেশ

ফোন: +৯১৭৪৭০৭৮৪০০০

ইমেইল: minakshisingh.ku@gmail.com

ওয়েব: www.kalingainiversity.ac.in

আবেদনপত্র জমাদানের শেষ সময় ৩০ জুন ২০১৮।


১১ জুন ২০১৮

ঢাকা

****