High Commissioner’s visit to Dinajpur সংবাদ বিজ্ঞপ্তি

হাই কমিশনারের দিনাজপুর সফর

ভারতীয় হাই কমিশন

ঢাকা

সংবাদ বিজ্ঞপ্তি

 

হাই কমিশনারের দিনাজপুর সফর

 

হাই কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশ ২৪ সেপ্টেম্বর ২০১৯ রংপুর বিভাগের দিনাজপুর জেলা সফর করেন। হাই কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর  দিনাজপুরে এটি তার প্রথম সফর।

২.   সফরের শুরুতে হাই কমিশনার কাহারোল উপজেলার নয়াবাদ মসজিদ এবং  ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শন করেন। এরপর তিনি দীপ্ত জীবন ফাউন্ডেশন পরিচালিত একটি দাতব্য ক্লিনিক পরিদর্শন করে সেখানে অনুষ্ঠিত একটি সমাবেশে বক্তৃতা দেন। হাই কমিশনার সেখানে বিশেষভাবে সক্ষম মানুষদের মাঝে হুইল চেয়ার ও অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন। এসময় দিনাজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য শ্রী মনোরঞ্জন শীল গোপাল সেখানে উপস্থিত ছিলেন।

৩. হাই কমিশনার দিনাজপুর শহরের গণেশতলায় শ্রী শ্রী কেন্দ্রীয় লোকনাথ মন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি স্থানীয় জনগণের মাঝে বক্তব্য রাখেন এবং ভারত সরকার অর্থায়নে পরিচালিত একটি প্রকল্প পরিদর্শন করেন। সফর শেষে তিনি রামকৃষ্ণ আশ্রম পরিদর্শন করেন এবং সেখানে শাড়ি বিতরণ ও আশ্রমের গ্রন্থাগারের জন্য বই হস্তান্তর করেন।

দিনাজপুর

২৪ সেপ্টেম্বর ২০১৯

****