High Commissioner's visit to Rangpur সংবাদ বিজ্ঞপ্তি

হাই কমিশনারের রংপুর সফর

ভারতীয় হাই কমিশন
ঢাকা

সংবাদ বিজ্ঞপ্তি

হাই কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশ ২৮২৯ নভেম্বর ২০১৯ রংপুর বিভাগ সফর করেন।

২.    ২৮ নভেম্বর ২০১৯ হাই কমিশনার রংপুর রামকৃষ্ণ মিশন ও আশ্রমে স্বামী বিবেকানন্দ ভবন উদ্বোধন করেন। ১ দশমিক ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত, তিনতলা বিশিষ্ট স্বামী বিবেকানন্দ ভবনে রয়েছে একটি কম্পিউটার সেন্টার, একটি দাতব্য মেডিকেল সেন্টার, কোচিং সেন্টার এবং ছাত্রাবাস।

৩.    হাই কমিশনার টাউনহলে রংপুরের মেয়র জনাব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। মেয়র প্রথমবারের মত রংপুর সফর করার জন্য হাই কমিশনারকে ধন্যবাদ জানান এবং এই অঞ্চলের বিভিন্ন প্রকল্পে ভারত সরকারের সহায়তার প্রশংসা করেন।

৪.    হাই কমিশনার রংপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর নেতৃত্বে চেম্বারের সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং ভারত ও রংপুরের মধ্যে বাণিজ্য উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

৫.    হাই কমিশনার রংপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি স্কুল এন্ড কলেজের সম্প্রসারিত ভবন উদ্বোধন করেন। এর আগে, ভারত সরকার ২৯ দশমিক ৪১ লাখ টাকা ব্যয়ে এই বিদ্যালয়ে বই, ১০টি কম্পিউটার এবং ল্যাব সরঞ্জাম প্রদান করেছিল। হাই কমিশনার প্রায় ৩০০ শিক্ষার্থীর সমাবেশে বক্তব্য দেন এবং রংপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা উদ্যোগের প্রশংসা করেন।

রংপুর

২৯ নভেম্বর ২০১৯

 

****