Participation of Bangladesh Tri-service Marching Contingent and Ceremonial band for the Republic Day Celebrations 2021 সংবাদ বিজ্ঞপ্তি

গণতন্ত্র দিবস উদযাপন ২০২১ উপলক্ষে বাংলাদেশ তিনবাহিনী মার্চিং কন্টিনজেন্ট এবং আনুষ্ঠানিক ব্যান্ডের অংশগ্রহণ

ভারতীয় হাই কমিশন

ঢাকা

সংবাদ বিজ্ঞপ্তি

গণতন্ত্র দিবস উদযাপন ২০২১ উপলক্ষে বাংলাদেশ তিনবাহিনী মার্চিং কন্টিনজেন্ট এবং আনুষ্ঠানিক ব্যান্ডের অংশগ্রহণ

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১২২ জন গর্বিত সৈন্যের একটি দল বিশেষ আইএএফ সি-১৭ বিমানে ভারতের উদ্দেশে রওনা হয়েছে। দলটি ২৬ জানুয়ারি ২০২১ নয়াদিল্লীতে ভারতের গণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে।

ভারতের ইতিহাসে তৃতীয়বারের মত কোনও বিদেশী সামরিক বাহিনীর দলকে মধ্য দিল্লীর রাজপথে জাতীয় কুচকাওয়াজে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। এটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ, ২০২১ সালে মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্ণ হচ্ছে, যার মাধ্যমে বাংলাদেশ অত্যাচার ও নিপীড়নের কবল থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছিল।

৫০ বছর আগে যে বাহিনী একসঙ্গে লড়াই করেছে, এখন তারা গর্বের সাথে রাজপথে মার্চ করবে। বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতা, ন্যায়বিচার এবং তাদের জনগণের পক্ষে লড়াই করা সাহসী মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দলটিতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক, বাংলাদেশ নৌবাহিনীর নাবিক এবং বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনারা রয়েছে।

বাংলাদেশ কন্টিনজেন্টের বেশিরভাগ সৈন্যই বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিক দক্ষ ইউনিট থেকে আগত, যার মধ্যে রয়েছে ১,২,৩,৪,৮,৯,১০ ও ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ১,২ ও ৩ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট, যারা একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও বিজয় অর্জনের অনন্য সম্মানে ভূষিত।

এই কুচকাওয়াজ ২৬ জানুয়ারি ২০২১ বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচারিত হবে।

ঢাকা
১২ জানুয়ারি ২০২১

***