ভারত থেকে আসা মানবিক সহযোগিতা হস্তান্তর অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনারের বক্তব্য বিবৃতি ও বক্তৃতা

ভারত থেকে আসা মানবিক সহযোগিতা হস্তান্তর অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনারের বক্তব্য

ভারতীয় হাই কমিশন

ঢাকা

ভারত থেকে আসা মানবিক সহযোগিতা হস্তান্তর অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনারের বক্তব্য

[চট্টগ্রাম, ৯ মে ২০১৮]

জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া), মাননীয় মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়,

জনাব শাহ কামাল, সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়,

জনাব মোহাম্মদ আবুল কালাম, অতিরিক্ত সচিব, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার,

কমোডর এম. মুসা, কমান্ডিং অফিসার, বিএনএস ঈশা খাঁ,

আইএনএস ঐরাবত এর কমান্ডার এ অশোক এবং জাহাজের নাবিক দল,

গণমাধ্যমের বন্ধুগণ,

শুভ সকাল!  

ভারত সব সময় বাংলাদেশের প্রয়োজনে পাশে থেকেছে। আমাদের দু’দেশের সম্পর্কের ভিত্তি বিশ্বাস, বন্ধুত্ব ও শহীদদের আত্মত্যাগ-এ, যা সব সম্পর্কের ঊর্ধ্বে।

২. মায়ানমারের রাখাইন রাজ্য থেকে উৎখাত হওয়া মানুষদের ঢলে সৃষ্ট মানবিক সংকট মোকাবেলায় আমরা দ্বিতীয় দফায় ত্রাণ সহযোগিতা নিয়ে আজকে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের পাশে এসে দাঁড়িয়েছি। আমি মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী জনাব মোফাজ্জেল হোসেন চৌধুরী (মায়া)কে ধন্যবাদ জানাচ্ছি যিনি এই ত্রাণসামগ্রী গ্রহণের জন্য উপস্থিত আছেন।

৩. কমান্ডার এ অশোকের নেতৃত্বে আইএনএস ঐরাবত বিশাখাপত্তনম থেকে যাত্রা শুরু করে ৩৭৩ মেট্রিক টন ত্রাণসামগ্রী নিয়ে গতকাল চট্টগ্রাম এসে পৌঁছেছে। যার মধ্যে রয়েছে;

  • ১০৪ মেট্রিক টন গুড়ো দুধ,
  • ১০২ মেট্রিক টন শুঁটকি মাছ,
  • ৬১ মেট্রিক টন শিশুখাদ্য,
  • ৫০ হাজার রেইনকোট,
  • ৫০ হাজার জোড়া গামবুট।

১ মিলিয়ন লিটার কেরোসিন তেল এবং ২0 হাজার রান্নার চুলাসহ আরও একটি চালান শীঘ্রই আসবে ।

৪.  ২০১৮ সালের এপ্রিলে ভারতের বিদেশ মন্ত্রানালয়ের সচিব, শ্রী বিজয় গোখলের ঘোষণা অনুসারে এই বর্ষা মৌসুমের শুরুতে ক্যাম্পে বসবাসরত নারী ও শিশুদের কথা ভেবেই এই সামগ্রীগুলো নির্বাচন করা হয়েছে। আমরা আশা করছি যে, ক্যাম্পে বসবাসরত মানুষের জন্যে এই ত্রাণ কিছুটা হলেও সাহায্য করবে। আমরা ত্রাণ সামগ্রী সহজভাবে বিতরণের জন্য জেলা প্রশাসনের সহায়তা নিয়েছি এবং এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

৫. ভারত সবসময় বাংলাদেশের সংকটে তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছে। আপনারা জানেন যে, ২0১৭ সালের সেপ্টেম্বরে ভারতের বিদেশ মন্ত্রী শ্রীমতি সুষমা স্বরাজ "অপারেশন ইনসানিয়াৎ" মাধ্যমে বাংলাদেশে আসা মায়ানমার থেকে উৎখাত হওয়া মানুষদের জন্যে ত্রাণ দেবার ঘোষণা করেছিলেন ।মন্ত্রী ‍এই বার্তা প্রধান মন্ত্রী শেখ হাসিনাকেও পৌঁছিয়ে দিয়েছিলেন । এর অধীনে ভারত সরকার ৯৮১ মেট্রিক টন ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছিল । এসব ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল প্রতিটি পরিবারের জন্য চাল, ডাল, চিনি, লবণ, রান্নার তেল, চা, নুডলস, বিস্কুট, মশারী আরও অনেক কিছু।

৬. আমরা জানি, এই বিপুল সংখ্যক মানুষের ঢল বাংলাদেশ সরকার ও জনগণের জন্য একটা বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। তাদেরকে সহযোগিতা পৌঁছে দিতে বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয় এবং আমরা মনে করি এই কাজ আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি ও সমর্থন পাবার দাবিদার। আমরা খাদ্য, পোশাক, আশ্রয়, স্বাস্থ্যসেবা ইত্যাদি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতিটি পদক্ষেপের প্রশংসা করি। বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমরা আশা করছি আমাদের এই প্রচেষ্টা কিছুটা হলেও আপনাদের কাজে লাগবে ।

সবাইকে ধন্যবাদ।

****