প্রবাসী ভারতীয় দিবসে হাই কমিশনারের বক্তব্য বিবৃতি ও বক্তৃতা

প্রবাসী ভারতীয় দিবসে হাই কমিশনারের বক্তব্য

ভারতীয় হাই কমিশন

ঢাকা

প্রবাসী ভারতীয় দিবস ২০১৮

৯ জানুয়ারিভারতীয় হাই কমিশনঢাকায় প্রবাসী ভারতীয় দিবস ২০১৮ উদযাপন অনুষ্ঠানে হাই কমিশনারের বক্তব্য

 

ভারতের উন্নয়নে প্রবাসী ভারতীয়দের অবদান স্মরণ করতে প্রতি বছর ৯ জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। ১৯১৫ সালের এ দিনেই মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে প্রত্যাবর্তন করেছিলেন।

২০০৩ সাল থেকে প্রতি বছর ভারতের বিভিন্ন শহরে প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়ে আসছে।

এ অনুষ্ঠানের মাধ্যমে ভারতের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে অবদান রাখায় প্রবাসী ভারতীয়দের প্রবাসী ভারতীয় সম্মান জানানো হয়।

প্রবাসী ভারতীয়রা তাদের বিভিন্ন বিষয়ে আলোচনা করার সুযোগ পান এখানে।

ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের এবং প্রবাসী ভারতীয়দের যোগাযোগ বজায় রাখতেই এ দিবসের আয়োজন করা হয়। এছাড়া প্রবাসীরা সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন নীতিউন্নয়ন এবং সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে পারবে। তারা ভারত সরকারের স্বচ্ছ ভারত মিশনমেক ইন ইন্ডিয়ার মত প্রকল্পগুলোতে সক্রিয়ভাবে অংশও নিতে পারবে।

২০১৫ সালে ভারত সরকার প্রবাসী ভারতীয় দিবস উদযাপনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। যে কারণে দেশের বাইরে আমাদের মিশনগুলো প্রতি বছর প্রবাসী ভারতীয় দিবস পালন শুরু করেছে।

****