ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইএসই-এসএফইসি ২০১৮-তে হাই কমিশনারের বক্তব্য বিবৃতি ও বক্তৃতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইএসই-এসএফইসি ২০১৮-তে হাই কমিশনারের বক্তব্য

ভারতীয় হাই কমিশন

ঢাকা


১৩ জানুয়ারি ২০১৮, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইএসই-এসএফইসি ২০১৮-তে হাই কমিশনারের বক্তব্য

মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

প্রাক্তন রাজ্যপাল, ছত্তিসগড়, শ্রী শেখর দত্ত

ইন্টারন্যাশনাল সোসাইটি অফ এথনোফার্মাকোলজি এর সভাপতি অধ্যাপক গিলেরমো শেমেডা হির্শমান

সোসাইটি ফর এথনোফার্মাকোলজি, ইন্ডিয়ার সচিব অধ্যাপক পুলক কে. মুখার্জী

ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি ড. এ কে আজাদ চৌধুরী

আইএসই-এসএফইসি ২০১৮ এর আয়োজক সচিব অধ্যাপক ড. সিতেশ বাছার

ভদ্রমহিলা ও মহোদয়গণ,

ইন্টারন্যাশনাল সোসাইটি অফ এথনোফার্মাকোলজি-র ১৮তম সম্মেলন এবং সোসাইটি ফর এথনোফার্মাকোলজি, ইন্ডিয়ার ৫ম সম্মেলনে (আইএসই-এসএফই ২০১৮) আসতে পেরে আমি আনন্দিত। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘এথনোফার্মাকোলজি এবং ড্রাগ ডেভেলপমেন্ট: ইনোভেশন মিটস্ ট্র্যাডিশন’।অনুষ্ঠানে উপস্থিত একশরও বেশি ভারতীয় বিজ্ঞানী, শিক্ষাবিদ, উৎপাদনকারী ও শিক্ষার্থীদের দেখে আমি খুশি হয়েছি। ভারতীয় হাই কমিশন, ঢাকার পক্ষ থেকে তাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ ও সোসাইটি ফর এথনোফার্মাকোলজি, ইন্ডিয়াকে যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

. ভারত এবং বাংলাদেশ বহু আগে থেকেই রোগ নিরাময়ের ক্ষেত্রে আয়ুর্বেদ, ইউনানীর মত প্রাচীন চিকিৎসা পদ্ধতিগুলোর চর্চা করে আসছে। আপনারা জেনে থাকবেন যে ২০১৪ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রাচীন চিকিৎসা পদ্ধতি এবং হোমিওপ্যাথি চিকিঃসা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে যৌথ গবেষণা, বিশেষজ্ঞ বিনিময়সহ, ওষুধ তৈরির পারস্পরিক স্বীকৃতির সম্ভাবনা বিস্তৃত হবে।

****