Speech by Hon’ble Home Minister at the inauguration of the India-Bangladesh Friendship Building, Bangladesh Police Academy, Sardah, Rajshahi চলমান ঘটনাবলী

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীর ভারত-বাংলাদেশ মৈত্রী ভবন উদ্বোধন উপলক্ষে মাননীয় গৃহমন্ত্রীর বক্তব্য

ভারতীয় হাই কমিশন

ঢাকা

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীর ভারত - বাংলাদেশ মৈত্রী ভবন উদ্বোধন উপলক্ষে মাননীয় গৃহমন্ত্রী র বক্তব্য

[ ১৪ জুলাই ২০১৮ ]

বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খাঁন

সারদা একাডেমীর প্রিন্সিপাল মোহাম্মদ নজিবুর রহমান

বিশিষ্ট অতিথিবর্গ

ভদ্রমহিলা ও মহোদয়বৃন্দ

আমার সহযোগী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারত - বাংলাদেশ মৈত্রী ভবন উদ্বোধন করতে পারা খুবই আনন্দের উপলক্ষ । আমি এ উপলক্ষে তাঁর উপস্থিতি ও আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাই ।

ভবনটির নাম এককথায় আমাদের সম্পর্কের মূল সুর - মৈত্রী । আজ ভারত - বাংলাদেশ সম্পর্ক একটি উচ্চতায় পৌঁছেছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের সম্পর্কের বর্তমান অবস্থাকে ‘ সোনালী অধ্যায় ’ বা ‘ স্বর্ণযুগ ’ বলে আখ্যায়িত করেছেন ।

ভারত ও বাংলাদেশ অভিন্ন ইতিহাস ভাষা সংস্কৃতি পরিবার ও আত্মীয়তার বন্ধনে আবদ্ধ এক বিশেষ সম্পর্ক বহন করে । উভয় দেশ একটি সমন্বিত বাহিনী হিসেবে স্বাধীনতা যুদ্ধে লড়াই করেছে যা সাম্প্রতিক ইতিহাসে পারস্পরিক আস্থার এক অনন্য দৃষ্টান্ত । আমাদের সৈনিকেরা একসঙ্গে রক্ত বিসর্জন দিয়েছে । আমাদের এই বন্ধন ভ্রাতৃত্বের ও চিরন্তন এবং সময়ের পরীক্ষায় তা অটল থাকবে ।

ভারত ও বাংলাদেশ অস্থিতিশীলতা ও সন্ত্রাসী শক্তির মোকাবেলায় সব সময় হাতে হাত মিলিয়ে চলেছে । আমাদের অংশীদারিত্ব আমাদের জনগণের সমৃদ্ধির পাশাপাশি তাদেরকে মৌলবাদ এবং চরমপন্থার হাত থেকে রক্ষা করার জন্যও কাজ করছে । শুধু ভারত ও বাংলাদেশ নয় সমগ্র অঞ্চলে মৌলবাদ এবং চরমপন্থার বিস্তার একটি গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে । সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দৃঢ় অঙ্গীকারের সর্বোচ্চ প্রশংসা করি আমরা । সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাঁর সরকারের ' শূন্য - সহনশীলতা ' নীতি আমাদের সকলের জন্য অনুপ্রেরণাদায়ক এবং আমরা এর প্রশংসা করি । আমাদের জনগণের এবং এ অঞ্চলের শান্তি নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থাসমূহের মধ্যে চমৎকার সহযোগিতা রয়েছে যার প্রতি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি । ঘৃণা সহিংসতা ও সন্ত্রাসের মতাদর্শ থেকে আমাদের জনগণ ও সমাজকে রক্ষার অভিন্ন অঙ্গীকার থেকে আমাদের এ সহযোগিতার উৎপত্তি । আমরা এই যুদ্ধে আপনাদের পাশে আছি ।

আমি খুশি যে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীসমূহকে প্রশিক্ষণ দিতে আমাদের সহযোগিতামূলক কর্মসূচি ভালভাবে এগোচ্ছে । গত কয়েক বছরে আমরা বাংলাদেশের ৬৮১ জন পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়েছি । ২০১৮ - ২০১৯ সালে বাংলাদেশের পুলিশ কর্মকর্তাদের জন্য গান্ধীনগরের গুজরাট ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটি গাজিয়াবাদের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং মেঘালয়ের নর্থ ইস্টার্ন পুলিশ একাডেমীতে নানা বিশেষায়িত পাঠ্যক্রমের ৩০০টি স্লটের প্রস্তাব করা হয়েছে । বাংলাদেশ যদি চায় আমরা আরও করতে পারলে খুশি হব ।

মৈত্রী ভবন ২০১৫ সালে দুই দেশের প্রধানমন্ত্রী যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এসব লক্ষ্য অর্জনে আমাদের সাহায্য করবে । বাংলাদেশ পুলিশ বাহিনীকে উন্নত প্রশিক্ষণ প্রদানের জন্য এবং আরো পেশাদার বাহিনী গড়ে তোলার লক্ষ্যে এই ভবনে অত্যাধুনিক ফরেনসিক ল্যাবরেটরি ছদ্ম অপরাধ দৃশ্য নকল থানা কম্পিউটার ল্যাবসহ আইটি সেন্টার সন্নিবেশিত করা হয়েছে ।

আমি আরও খুশি যে আজ আমরা সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমী ও বাংলাদেশ পুলিশ একাডেমীর মধ্যে সম্পাদিত সহযোগিতা স্মারকের পরিসমাপ্তি ঘটাতে যাচ্ছি এটি দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী বিনিময় এবং আমাদের পুলিশবাহিনীর মধ্যে আরও সহযোগিতা ও পারস্পরিক আস্থা বৃদ্ধি করবে । আমাদের দ্বিপক্ষীয় সহযোগিতা পারস্পরিক স্বার্থের ওপর দাঁড়িয়ে আছে যা উভয় দেশের জন্য সমান লাভজনক ।

আমি যদি এই ঐতিহাসিক প্রতিষ্ঠানটি এবং বাংলাদেশে এর অবদানের কথা উল্লেখ না করি তাহলে অন্যায় হবে । একশো বছরেরও আগে ( ১৯১২ সালে ) সারদায় প্রতিষ্ঠিত বাংলাদেশ পুলিশ একাডেমী শুধু ইতিহাসের সাক্ষী নয় ইতিহাস সৃষ্টিতে অবদান রেখেছে । আমাকে বলা হয়েছে মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ১৩ এপ্রিল যখন দখলদার বাহিনী এ প্রতিষ্ঠানটি আক্রমণ করে তখন এই মহান প্রতিষ্ঠানের ২৪ জন পুলিশ জওয়ান এবং বেসামরিক কর্মচারী তৎকালীন প্রিন্সিপাল এম এ খালেকের নেতৃত্বে লড়াই করে প্রাণ বিসর্জন দেন । এই গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশের সেরা কর্মকর্তাদের প্রশিক্ষিত করেছে যাঁরা একটি নিরাপদ শান্তিময় ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে উজ্জ্বলতর অবদান রেখেছেন । আমি বাংলাদেশ পুলিশ একাডেমীর গৌরবোজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ।

সবাইকে ধন্যবাদ ।