High Commissioner’s Remarks at Bharateswari Homes College- Kumudini Complex, Mirzapur চলমান ঘটনাবলী

ভারতেশ্বরী হোমস গার্লস কলেজ-কুমুদিনী কমপ্লেক্স, মির্জাপুর-এ হাই কমিশনারের বক্তব্য

ভারতীয় হাই কমিশন

ঢাকা

ভারতেশ্বরী হোমস গার্লস কলেজ-কুমুদিনী কমপ্লেক্স, মির্জাপুর- হাই কমিশনারের বক্তব্য

[২৫ জানুয়ারি, ২০১৮; কুমুদিনী কমপ্লেক্স, মির্জাপুর; জেলা: টাঙ্গাইল]

কুমুদিনী কমপ্লেক্সে এটা আমার দ্বিতীয় বার ভ্রমণ ২০১৬ সালে বিজয়া দশমীতে আমি এখানে এসেছিলাম

তখন স্কুল ছুটি থাকায় সবার সাথে আমার সাক্ষাৎ করা সম্ভব হয়নি

বাংলাদেশে মানসম্পন্ন শিক্ষার জন্য কুমুদিনীর প্রতিষ্ঠানগুলো অনন্য উচ্চতায় আসীন

এই কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা রায় বাহাদুর শ্রী রনদা প্রসাদ সাহার স্বপ্নকে আমি গভীরভাবে সম্মান করি

শ্রী সাহা একজন স্বয়ং প্রতিষ্ঠিত ব্যক্তি তিনি তাঁর সমস্ত সম্পদ সমাজ সেবামূলক কর্মকাণ্ডের জন্য ট্রাস্টে দান করে গেছেন

তাঁর সময়ের চেয়ে তিনি অনেক অগ্রসর ছিলেন ১৯৪৩ সালে এই স্কুল প্রতিষ্ঠা নারী শিক্ষার প্রতি তাঁর অনুরাগ প্রকাশ করে

শ্রী সাহার নি:স্বার্থ সমাজ সেবামূলক কর্ম আমাদের সবার জন্য অনুপ্রেরণা জোগাবে।

আজকে এখানে দাঁড়িয়ে আমি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রাণোৎসর্গ করা ৩০ লক্ষ মানুষকে স্মরণ করছি জাতির শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগ এবং তাদের ইতিহাস তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং এ কমপ্লেক্সের মধ্য দিয়েও তা প্রবাহিত হবে

ভারত ও বাংলাদেশকে অবশ্যই প্রতিবেশী হিসেবে শান্তিতে সহাবস্থান করতে হবে এবং ভাল-মন্দ সব সময়েই পাশে থাকতে হবে

আপনাদের ‘আমার সোনার বাংলা’ আমাদেরও স্বপ্ন

বাংলাদেশের অগ্রযাত্রা ও উন্নয়নে অংশীদার হয়ে কাজ করতে ভারত সদা প্রস্তুত

ভারতীয় হাই কমিশন সুদীর্ঘ সময় ধরে কুমুদিনীর সাথে আছে

প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জী ২০১৩ সালে কুমুদিনী পরিদর্শন করেছিলেন তিনি কুমুদিনী হাসপাতাল ও কমপ্লেক্সের বর্জ্য নিষ্কাশন ও পানি শোধন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন

প্রকল্পটি সময়মতো সম্পন্ন হয়েছিল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০১৫ সালে বাংলাদেশ সফরকালে এই প্রকল্পটি উদ্বোধন করেন বাংলাদেশী টাকায় ৮ দশমিক ৯ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি সম্পন্ন হয়

কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের সাথে আমরা ভবিষ্যতেও কাজ করব

আজকে ছাত্রীদের মনোমুগ্ধকর পরিবেশনা আমি খুব উপভোগ করেছি  

কুমুদিনী কমপ্লেক্সে আপনাদের শিক্ষাজীবন সুন্দর হোক

আমি আপনাদের সকলের সাফল্য কামনা করি

নমস্কার

****