Visit of Indian Navy Chief to Bangladesh চলমান ঘটনাবলী

ভারতীয় নৌবাহিনী প্রধানের বাংলাদেশ সফর

ভারতীয় হাই কমিশন

ঢাকা

সংবাদ বিজ্ঞপ্তি

ভারতীয় নৌবাহিনী প্রধানের বাংলাদেশ সফর

অ্যাডমিরাল সুনীল লানবা, পিভিএসএম, এভিএসএম, এডিসি

বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ, (টিএএস), ওএসপি, এনডিসি, পিএসসি-এর আমন্ত্রণে চীফস অফ স্টাফ কমিটির সভাপতি এবং ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল সুনীল লানবা, পিভিএসএম, এভিএসএম, এডিসি ২৪ জুন ২০১৮ ঢাকায় আসছেন। নৌবাহিনী প্রধানের সাথে থাকবেন তাঁর স্ত্রী ও তিন সদস্যের প্রতিনিধিদল।

নৌবাহিনী প্রধান এর আগে ২০১৭ সালের নভেম্বরে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অংশগ্রহণে আইওএনএস বহুপক্ষীয় নৌ মহড়া (আইএমএমএসএআরইএক্স)-এ যোগ দিতে বাংলাদেশ সফর করেন।

তিনি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও নৌবাহিনী প্রধান মিরপুরের ন্যাশনাল ডিফেন্স কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখবেন এবং বিভিন্ন নৌ কার্যালয় পরিদর্শন করবেন।

ভারতীয় নৌবাহিনী প্রধানের সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করবে। সফরকালে, দুই নৌবাহিনীর প্রধানগণ যৌথভাবে চট্টগ্রামে সমন্বিত মহড়া (করপ্যাট) উদ্বোধন করবেন। করপ্যাট প্রথমবারের মতো উভয় দেশের নৌবাহিনী দ্বারা পরিচালিত হবে।

ঢাকা

২৪ জুন ২০১৮