High Commissioner’s Remarks at Tara Bari Shaktipeeth চলমান ঘটনাবলী

তারাবাড়ি শক্তিপীঠে হাই কমিশনারের বক্তব্য

logo

ভারতীয় হাই কমিশন

ঢাকা

তারাবাড়ি শক্তিপীঠে হাই কমিশনারের বক্তব্য

[শিকারপুর, উজিরপুর, বরিশাল; ০৭ অক্টোবর ২০১৮]

 

প্রিয় গ্রামবাসী!

ভাই ও বোনেরা!

নমস্কার!

তারাবাড়ি শক্তিপীঠ থেকে বরিশাল বিভাগে আমার দ্বিতীয় সফর শুরু করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

গত মাসে, আমি মুক্তিযোদ্ধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দিতে বরিশালে এসেছিলাম।

সময়স্বল্পতার কারণে তখন আমি এখানে আসতে পারিনি।

আসন্ন দুর্গোৎসবের প্রাক্কালে, আজকে এই শক্তিপীঠে এসে পূজা করার সৌভাগ্য হয়েছে আমার।

এই শক্তিপীঠ বরিশাল বিভাগের অন্যতম প্রাচীন মন্দির। ভারত থেকেও ভক্তরা এই মন্দিরে পূজা দিতে আসেন।

আমি দেখে খুব খুশি হয়েছি যে, স্থানীয় জনগণ তাঁদের সীমিত সম্পদ দিয়ে এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করছেন।

আজ আপনাদের সাথে এখানে দেখা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

দুর্গাপূজার আর বেশি দেরী নেই। আমি আপনাদের সবাইকে ও আপনাদের আত্মীয়, বন্ধু, পরিজনদের দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’। আমরা সকলেই আমাদের উৎসবগুলো একত্রে উদযাপন করি।

এই পূজা আমাদের সকলের জন্য এবং ভারত-বাংলাদেশের জন্য শান্তি, সমৃদ্ধি, সুখ ও ‍আনন্দ বয়ে আনুক।

নমস্কার!

****