২২ জুলাই হাই কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশের বাংলাদেশ পুলিশ একাডেমী সফর সর্বশেষ সংবাদ

২২ জুলাই হাই কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশের বাংলাদেশ পুলিশ একাডেমী সফর

ভারতীয় হাই কমিশন

ঢাকা

সংবাদ বিজ্ঞপ্তি

 

২২ জুলাই হাই কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশের বাংলাদেশ পুলিশ একাডেমী সফর

 

ভারতীয় হাই কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশ ২২ জুলাই, ২০১৯ তারিখে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমী এবং ভারত সরকারের অর্থায়নে নির্মিত বাংলাদেশ-ভারত মৈত্রী ভবন পরিদর্শন করেন, যার মধ্যে একাডেমীর সাইবার অপরাধ ও তথ্যপ্রযুক্তিগত প্রশিক্ষণ সুবিধা রয়েছে। ২০১৮ সালের জুলাই মাসে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীগণ ভবনটি উদ্বোধন করেন।

সফরকালে বাংলাদেশ পুলিশ একাডেমীর অধ্যক্ষ ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক জনাব মো. নাজিবুর রহমান মাননীয় হাই কমিশনারকে স্বাগত জানান। একাডেমী বিষয়ে উপস্থাপনার পর তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি একাডেমীর প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দেয়া বক্তব্যে তাদেরকে বাংলাদেশের আইন-শৃঙ্খলার ভবিষ্যৎ রক্ষাকারী হিসেবে অভিহিত করেন এবং তাদেরকে মানবিক বোধ না হারিয়ে পেশাদারিত্বের সাথে জনসাধারণের সেবা করার জন্য অনুপ্রাণিত করেন।

হাই কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাটি এবং ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের দ্বিতীয় সচিব (ভিসা ও কনসুলার) শ্রী বিশাল জ্যোতি দাস।

রাজশাহী

২২ জুলাই ২০১৯

****