10TH JOINT INDO- BANGLADESH EXERCISE SAMPRITI সংবাদ বিজ্ঞপ্তি

১০ম যৌথ ইন্দো-বাংলা মহড়া ‘সম্প্রীতি’

ভারতীয় হাই কমিশন
ঢাকা

প্রেস বিজ্ঞপ্তি

১০ম যৌথ ইন্দো-বাংলা মহড়া ‘সম্প্রীতি’

1.  প্রতি বছর, বাংলাদেশ সেনাবাহিনী ও ভারতীয় সেনাবাহিনী দ্বিপাক্ষিক যৌথ মহড়া ‘সম্প্রীতি’ পরিচালনা করে থাকে। এই মহড়ার কেন্দ্রবিন্দু হল সন্ত্রাসবাদবিরোধী/ বিচ্ছিন্নতাবিরোধী কার্যক্রম, মানবিক সহায়তা কার্যক্রম, দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রম এবং জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম। ভারত ও বাংলাদেশে পর্যায়ক্রমে এই মহড়ার আয়োজন করা হয়ে থাকে। বাংলাদেশের যশোরে ০৫ থেকে ১৬ জুন ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে এই মহড়ার ১০ম পর্ব।

২.  এক্সারসাইজ সম্প্রীতির এই সংস্করণে অংশগ্রহণ করার জন্য সেনাবাহিনীর ১৭০ জন সৈন্যের একটি কনটিনজেন্ট জুনের ৪ তারিখে যশোর পৌঁছায়। এই মহড়া চলাকালীন সময়ে, দুই দেশের সেনাবাহিনী যৌথভাবে শহর/গ্রামাঞ্চলে সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনা পদ্ধতি প্রদর্শন করবে। এই প্রদর্শনীতে উদ্ধার কার্যক্রম, মানবিক সহায়তা কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়ন এবং এলাকা অনুযায়ী দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রমের মত বিষয়গুলোর ওপর জোর দেয়া হবে।

৩.  এই যৌথ সামরিক অনুশীলন অত্র অঞ্চলে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার জন্য উভয় বাহিনীকে নিজেদের সর্বোত্তম অনুশীলনের অভিজ্ঞতা পরস্পরের সাথে ভাগ করার সুযোগ করে দেবে।

ঢাকা
০৫ জুন ২০২২



****