No Appointment Date required for Submission of Visa Applications at the Indian Visa Application Centres (IVACs) in Khulna and Jashore সংবাদ বিজ্ঞপ্তি

খুলনা ও যশোর আইভিএসিতে ভিসা আবেদন জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন নেই

ভারতীয় হাই কমিশন

ঢাকা

সংবাদ বিজ্ঞপ্তি

খুলনা ও যশোর  আইভিএসিতে ভিসা আবেদন জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন নেই 

১. বাংলাদেশী নাগরিকদের জন্য ভারতীয় ভিসাপ্রাপ্তি আরও বাধাহীন, সুষ্ঠু ও সহজলভ্য করার লক্ষ্যে ভারতীয় হাই কমিশনের চলমান উদ্যোগের অংশ হিসেবে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, পর্যটক ভিসার জন্যআবেদনকারীদের অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন নেই এবং তারা ১১ জুন ২০১৮ থেকে খুলনা ও যশোর আইভিএসি-তে সরাসরি আবেদন জমা দিতে পারবেন। উক্ত আইভিএসিগুলোতে সকাল ৮টা থেকে দুপুর ১২টাপর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

২. পর্যটক ভিসা ছাড়া চিকিৎসা, ব্যবসা, সম্মেলন এবং অন্যান্য ভিসা আবেদন আগের মতই সরাসরি জমা দেওয়া যাবে। এছাড়া প্রবীণ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের জন্য সরাসরি অন্য কাউন্টারে আবেদনপত্র জমাদানঅব্যাহত থাকবে।

৩. নতুন এই ব্যবস্থা চট্টগ্রামে ৯ জুলাই ২০১৭, রাজশাহী ও রংপুরে ১০ সেপ্টেম্বর ২০১৭, মিরপুর রোড, ঢাকায় ১০ অক্টোবর ২০১৭ এবং ২০ মে ২০১৮ সিলেট, ময়মনসিংহ ও বরিশাল আইভিএসি-তেপরীক্ষামূলকভাবে চালু হওয়া একটি উদ্যোগের অংশ যা একইভাবে খুলনা ও যশোর আইভিএসি-তে চালু করা হচ্ছে।

৪. এ পদক্ষেপের লক্ষ্য হচ্ছে ভারতীয় ভিসা প্রাপ্তি সহজতর করা এবং ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধি।

ঢাকা

৩১ মে ২০১৮

****